হরিকমল এর গান-প্রাচীন বাংলার বিশ্ময়কর সৃষ্টিশীল লোকগীতি

হরিকমল সম্পর্কে খুববেশি কিছু জানা যায় না; এ বিষয়ে কোথাও কিছু লেখা-জোখাও নাই। তবে হরিকমল নোয়াখালীর পুর্বঞ্চলের বটকি (বৈঠকী) ও ঘোষা গানের এক অপরিহার্য চরিত্র। বটকি ও ঘোষা গান্রে শিল্পিদের নিকট থেকে জানা যায়, হরিকমল ছিলেন এক সহজিয়া পন্ডিত ব্যক্তি ও গুণি শিল্পি। তিনি একাধারে গান বাঁধতেন ও সুর করে গাইতেন। তার গানের মধ্যে শিল্পরস যেমন আছে, তেমন লক্ষনীয়ভাবে আছে একটি আনন্দধারার উপস্থিতি। তার গান গুলোর মধ্যে দেহতত্ত্ব, গুরু-শিষ্য ও মনশিক্ষা শ্রেনীর গান উল্লেখ্যযোগ্য। এ পন্ডিত অনেকটা সংসার বিবাগী ছিলেন এবং পথ চলতে চলতেও শিষ্যদের সাথে উপস্থিত গান বেঁধে মনের আনন্দে গাইতেন। হরিকমলের গান সম্পর্কে জানার জন্য তার একটি মনশিক্ষা ও একটি শুরু-শিষ্য গান তুলে ধরা হল :

Published by banglafolktunes

বাঙলা লোকগানের (Folk & Fusion bangla) একীভবনে আপনাদের স্বাগতম! গান শোনার জিনিস, বোধ দিয়ে অনুভব করার বিষয়। বোদ্ধা শ্রোতা মাত্রই গানকে অনুধাবনে আগ্রহী হন। সেটি মনে রেখেই এ সাইটের গানগুলো পোস্ট দেওয়া হয়। সংগীশ্রোতা মনকে খুব সহজেইে আকৃষ্ট করতে পারে।গান কোন একটি জনগোষ্ঠীর অগ্রগতির ধারাকে যেমন চিত্রিত করতে পারে তেমনি তার ঐতিহ্যের শেকড়ের কথা মনে করিয়ে দিতে পারে। এ সাইটে সংগীতের বানী ও সুরের মান ও সৃষ্টিশীলতার কথা মাথায় রেখে গান পোষ্ট দেওয়া হয়। গানের শিল্পমান বিচারে অনেক জনপ্রিয় গানও আমরা এডিয়ে যাই, আবার অনকোরা কোন গান বা শিল্পি মান ও সৃষ্টিশীলতার অঙ্গীকার নিয়ে হাজির হলে সানন্দে আমরা এ সকল গান পোষ্ট দিই। এরকম নতুন নতুন ভিডিও-গান পেতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের ভালোলাগা -মন্দলাগা, পছন্দ-অপছন্দ বিষয়গুলো আমাদের লিখুন। আমরা সাধ্যমত চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা মেটাতে। ধন্যবাদ নিরন্তর!

Leave a comment