সর্বোতমঙ্গল রাধে বিনোদিনি রায় গানটির গীতিকার ও সুরকার কে? বিতর্ক

সর্বোতমঙ্গল রাধে বিনোদিনি রায় গান ও বিতর্ক: লোক-সংগীত কোন শো-রুমে রাখার জিনিস নয়। যারা শহুরে বা শো-ঘরে বসবাস করেন, তারা আপনাদের জন্য বানানো গানগুলো গেয়ে যান। লোকজ গানের খোঁজে থাকা আমি চলতি বছরের শুরুর দিকে গানটি সংগ্রহ ও আপলোড করেছিলাম। তখন তো কেউ গানটির দিকে তেমন কেউ খেয়াল করেন নি। গানটি চঞ্চল চৌধুরী ও শাওন এর মত সেলিব্রিটিরা গাওয়ার ফলে এখন বেশ জনপ্রিয় ও বিতর্কিতও হয়েছে। সরলপুর নামের ব্র্যান্ডটি দাবী করছে গানটির ৭০ ভাগের কপিরাইট নাকি তাদের। এদিকে মৈমনসিংহ গীতিকার ধরণে গানটি তৈরী হয়েছে বলে দাবী করছেন চঞ্চল চৌধুরী। ঘটনা যাই হোক, লোক গানের কপিরাইট যদি থেকে থাকে তা থাকতে হবে লোক শিল্পিদের কাছে। লোকগানকে বন্ধনমুক্ত করে সবার সামনে উন্মুক্ত করে দেওয়ার প্রচেষ্টা থাকা ভালো। সেলিব্রিটি-যারা পেশাদার শিল্পি নন-তাদের চাইতে লোক ঢংয়ে পেশাদার লোক শির্পিদের কন্ঠে এ গান শোনা ভালো।

Published by banglafolktunes

বাঙলা লোকগানের (Folk & Fusion bangla) একীভবনে আপনাদের স্বাগতম! গান শোনার জিনিস, বোধ দিয়ে অনুভব করার বিষয়। বোদ্ধা শ্রোতা মাত্রই গানকে অনুধাবনে আগ্রহী হন। সেটি মনে রেখেই এ সাইটের গানগুলো পোস্ট দেওয়া হয়। সংগীশ্রোতা মনকে খুব সহজেইে আকৃষ্ট করতে পারে।গান কোন একটি জনগোষ্ঠীর অগ্রগতির ধারাকে যেমন চিত্রিত করতে পারে তেমনি তার ঐতিহ্যের শেকড়ের কথা মনে করিয়ে দিতে পারে। এ সাইটে সংগীতের বানী ও সুরের মান ও সৃষ্টিশীলতার কথা মাথায় রেখে গান পোষ্ট দেওয়া হয়। গানের শিল্পমান বিচারে অনেক জনপ্রিয় গানও আমরা এডিয়ে যাই, আবার অনকোরা কোন গান বা শিল্পি মান ও সৃষ্টিশীলতার অঙ্গীকার নিয়ে হাজির হলে সানন্দে আমরা এ সকল গান পোষ্ট দিই। এরকম নতুন নতুন ভিডিও-গান পেতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের ভালোলাগা -মন্দলাগা, পছন্দ-অপছন্দ বিষয়গুলো আমাদের লিখুন। আমরা সাধ্যমত চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা মেটাতে। ধন্যবাদ নিরন্তর!

Leave a comment