Tunes of Nilufar Yesmin (নীলুফার ইয়াসমিন)

শিল্পি নীলুফার ইয়াসমিন গেয়ে গেছেন কিছু অবিস্মরনীয় অমর গান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সংগীত শিক্ষক সংগীতের জন্য ছিলেন আজীবন নিবেদিত। তিনি সংগীত পরিবারেরই মানুষ। বোন সাবিনা ইয়াসমিনের মত এতো জনপ্রিয় নন। কিন্তু কালিক হিসেবে তার গানগুলোর কাছে বাংলার মানুষ ফিরে ফিরে আসতে বাধ্য। রুচিবান বাঙালী মাত্র এই অজর অমর গানে মুগ্ধ হতে বাধ্য।

Published by banglafolktunes

বাঙলা লোকগানের (Folk & Fusion bangla) একীভবনে আপনাদের স্বাগতম! গান শোনার জিনিস, বোধ দিয়ে অনুভব করার বিষয়। বোদ্ধা শ্রোতা মাত্রই গানকে অনুধাবনে আগ্রহী হন। সেটি মনে রেখেই এ সাইটের গানগুলো পোস্ট দেওয়া হয়। সংগীশ্রোতা মনকে খুব সহজেইে আকৃষ্ট করতে পারে।গান কোন একটি জনগোষ্ঠীর অগ্রগতির ধারাকে যেমন চিত্রিত করতে পারে তেমনি তার ঐতিহ্যের শেকড়ের কথা মনে করিয়ে দিতে পারে। এ সাইটে সংগীতের বানী ও সুরের মান ও সৃষ্টিশীলতার কথা মাথায় রেখে গান পোষ্ট দেওয়া হয়। গানের শিল্পমান বিচারে অনেক জনপ্রিয় গানও আমরা এডিয়ে যাই, আবার অনকোরা কোন গান বা শিল্পি মান ও সৃষ্টিশীলতার অঙ্গীকার নিয়ে হাজির হলে সানন্দে আমরা এ সকল গান পোষ্ট দিই। এরকম নতুন নতুন ভিডিও-গান পেতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের ভালোলাগা -মন্দলাগা, পছন্দ-অপছন্দ বিষয়গুলো আমাদের লিখুন। আমরা সাধ্যমত চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা মেটাতে। ধন্যবাদ নিরন্তর!

Leave a comment